শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিরাপত্তার স্বার্থে কাজ করে আসছে যমুনা সেভ গার্ড সার্ভিস লিমিটেড। কোম্পানিটির সুপারভাইজারের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন নিরাপত্তা কর্মীরা। নানা অভিযোগ তুলে সুপাভাইজারের পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দিয়েছে নিরাপত্তাকর্মীরা। স্মারকলিপিতে ৯৪ জন নিরাপত্তা কর্মী স্বাক্ষর প্রদান করেছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে এই স্মারকলিপি দেন নিরাপত্তাকর্মীরা।
অভিযোপত্রে নিরাপত্তা কর্মীরা, যমুনা স্টার সেভ গার্ড সার্ভিস লিমিটেড’র সুপারভাইজার সৈয়দ হাবিবুর রহমান ওরফে হাবিব কোম্পানির প্রতিটি গার্ড নিয়োগে লাখ টাকা ঘুষ নেওয়া, ছুটি নিয়ে চিকিৎসায় গেলে বিনা নোটিশে চাকরিচ্যুত করা, হাজিরা কর্তন করা, ছুটিকৃত নিরাপত্তাকর্মীর নামে বিল তুলে নিজের পকেট ভারী করা, পছন্দের জায়গায় ডিউটি করতে টাকা দাবি করা, কোম্পানির এমডির দোহাই দিয়ে ১০ হাজার করে টাকা দাবিসহ স্মারকলিপিতে নানা অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুপারভাইজার সৈয়দ হাবিবুর রহমান বলেন, এসব অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি।
এসআই/
মন্তব্য করুন