ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম ও সাধারক সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দিপন আইচ মনোনীত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সংগঠনটির উপদেষ্টা ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন আজহারী, সদ্য সাবেক সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান সায়মন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমি ধন্যবাদ জানাই সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের প্রতি তাঁরা আমার উপর আস্থা রেখেছেন। আমি তাদের এই আস্থার প্রতিদান দিতে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকল সদস্যদের সাথে নিয়ে, হাতে হাত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’
এসআই/
মন্তব্য করুন