spot_img

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

এসম্পর্কিত আরো পড়ুন

খুবি প্রতিনিধি:খুলনায় অর্ণব শীল (২৮) নামে এক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত অর্ণব শীল খুলনা নগরীর বানরগাতী এলাকার বাসিন্দা এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। তার পিতা চিত্ত রঞ্জন শীল।

- বিজ্ঞাপন -

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব জানিয়েছেন, ঘটনার পর নিহতের লাশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অর্ণব শীল একটি মোটরসাইকেলে হেলান দিয়ে চা পান করছিলেন। ঠিক তখনই ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে সশস্ত্র যুবক এসে প্রথমে তাকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা এখনও হত্যার কারণ বা অপরাধীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত নই। তদন্ত চলছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হচ্ছে।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, “অর্ণব শীলের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সহপাঠীরা।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img