spot_img

শান্তিপূর্ণ পরিবেশে খুবি উপকেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, ৯৪.৬৪ শতাংশ উপস্থিতি

এসম্পর্কিত আরো পড়ুন

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ জানুয়ারি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত কলা, মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় মোট ৭,৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭,৪২৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৪.৬৪ শতাংশ।

- বিজ্ঞাপন -

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে বিভাগীয় শহরের কেন্দ্র হিসেবে নির্বাচন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এসময় উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img