পাবিপ্রবি সংবাদদাতা: গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তির ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এদিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চারটি সেন্টারে ১১ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষার জন্য পাবিপ্রবি প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। প্রস্তুতির অংশ হিসেবে মেডিকেল টিম থাকবে। পাশাপাশি অভিভাবকদের বসার জায়গা ও সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকবে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় বৈরী আবহাওয়ার জন্য চারটি সেন্টারেই থাকবে বিশেষ মেডিকেল টিম, যারা সার্বক্ষণিক সেবাদানের জন্য প্রস্তুত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গেইটের বাহিরে অবিভাবকদের বিশ্রামের জন্য দুটি প্যান্ডেল এবং সুপেয় পানির ব্যবস্থা করা হবে। ভর্তি পরীক্ষার নিরাপত্তা সম্পন্ন হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু সেবার দেওয়ার জন্য প্রস্তুত আছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল (শনিবার), ‘বি’ ইউনিটের (মানবিক) ৩ মে (শুক্রবার) এবং ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে (শুক্রবার)।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসআই/
মন্তব্য করুন