spot_img

বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষার উপস্থিতি শতকরা ৯৩.৮ শতাংশ

এসম্পর্কিত আরো পড়ুন

বাকৃবি প্রতিনিধি: বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (বাকৃ‌বি) ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ের (ঢা‌বি) ২০২৪-২৫ শিক্ষাব‌র্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভ‌র্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৫ জানুয়া‌রি) সকাল ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হয়। ঢাবির ভর্তি পরীক্ষার বাকৃবি কেন্দ্রে ৯৩.৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।

- বিজ্ঞাপন -

ভর্তি পরীক্ষা পরিচালনার সুবিধার্থে বাকৃবি কেন্দ্রে আসন বিন্যাস মোট ১৮ টি অঞ্চলে বিভক্ত করা হয়। ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮ হাজার ২ শত ৭১ জন।

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক , রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড.মো আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ।

বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক এবং ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলে শতকরা ৯৩.৮ শতাংশ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবি কেন্দ্রে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার জন্যে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন করে যেনো নিজেদের ভর্তি নিশ্চিত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img