শাবিপ্রবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার একটি অন্যতম ইউনিট শাল্লা উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার আহ্বায়ক ইমনদ্দোজা আহমদ ও সদস্য সচিব মেহেদী হাসান সাকিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে উন্মোক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিপু সুলতান ও সদস্য সচিব হিসেবে জাবির মনিরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে শাল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী হাফিজুর রহমান এবং মুখপাত্র হিসেবে দামপুর আটপাড়া হুসাইনিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী মুরসালিন আহমদ ইমনকে রাখা হয়েছে।
১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে ৯জন, যুগ্ম-সদস্য সচিব হিসেবে ৯জন, সংগঠক হিসেবে ১০ জন রয়েছেন। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ৬৯জন মনোনীত হয়েছেন।
নব-গঠিত কমিটির সদস্য সচিব জাবির মনির বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে শাল্লার ছাত্র সমাজকে সাথে নিয়ে শহিদদের আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
/ইএইচ