বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মানবিক অনুষদের নতুন ডিন হিসাবে নিযুক্ত হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নিয়োগ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। আগামী দু বছরের জন্য তিনি উক্ত অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
এসআই/
মন্তব্য করুন