spot_img

চবিতে পূবালী ব্যাংকের ২২৮তম উপশাখা উদ্বোধন

এসম্পর্কিত আরো পড়ুন

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) পূবালী ব্যাংক পিএলসি’র ২২৮তম উপশাখা উদ্বোধন করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

রোববার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, পূবালী ব্যাংক পিএলসির নির্বাহী পরিচালক ও সিইও মো. আলী এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপ্যাল অফিস চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে ও প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র ইনকাম ট্যাক্স অফিসার কাজী মহসীন চৌধুরী, চবি ২নং গেইট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কল্যাণ বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ মো. সারওয়ার কামাল, সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মো. মহসীন, পূবালী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর অঞ্চলের উপ-ব্যবস্থাপক মো. এ.কে.এম. মাসুদ, হাটহাজারী শাখার ব্যবস্থাপক মো. শওকত উর রহমান, চবি উপশাখার ব্যবস্থাপক রিদওয়ানুল করিম।

চবি উপাচার্য বলেন, বিগত সরকারের শাসনামলে ব্যাংকিং সেক্টরে লুট-পাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে সাধারণ মানুষ আস্থা হারিয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সময়ে ব্যাংক সেক্টরের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, ব্যাংক শুধু মুনাফা অর্জনের প্রতিষ্ঠান নয়, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। ব্যাংকগুলোকে মুনাফার পাশে সামাজিক দায়বদ্ধতার নিরিখে জনগণের পাশে থাকতে হবে। তিনি পূবালী ব্যাংকের এ উপশাখার সেবার মাধ্যমে বিশ্বাবিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীকে সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সুনাম বৃদ্ধি করার আহবান জানান।

উপাচার্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস্থ ২নং গেইট বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র ২২৮ তম উপ শাখার শুভ উদ্বোধন করেন। পরে উপাচার্য বেলুন ও ফেস্টন উড়িয়ে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ব্যাংক একটা সেবাদাতা প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতার পর বাংলাদেশের ব্যাংকগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত বিশ বছর যাবত ব্যাংক সেক্টরগুলোতে বিশাল অর্থ লুটপাটের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হয়েছে এবং এ সেক্টরকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সাবেক ব্যাংক গভর্নর ড. আতিয়ার রহমানসহ বেশকয়েকজন এ কাজের সাথে জড়িত রয়েছে মর্মে দেশের মিডিয়াগুলোতে প্রচারিত হয়েছে। তদন্তপূর্বক তাদেরকে আইনের আওতায় এনে এসব অর্থ ফেরতের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, একই জায়গায় অনেক ব্যাংক থাকলে এর সুফল জনগণ ভোগ করবে। তিনি বিগত সরকারের কর্মকান্ডের কারণে দেশে প্রতিষ্ঠিত গ্ল্যাস্কোসহ ভাল ভাল ঔষধ কোম্পানীগুলো বন্ধ করে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেন।

পূবালী ব্যাংক পিএলসির নির্বাহী পরিচালক ও সিইও মো. আলী বলেন, আজকের দিনটি পূবালী ব্যাংকের জন্য একটা বিশেষ দিন। তিনি দেশের অন্যতম বিদ্যাপীঠে আমাদেরকে সেবা করার সুযোগ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img