spot_img

ফল প্রকাশ বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষার

এসম্পর্কিত আরো পড়ুন

বুয়েটর (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

মূল ভর্তি পরীক্ষার নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে।

- বিজ্ঞাপন -

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। তিন শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে বেলা ১টা এবং তৃতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬ হাজার ৮৭২ জন।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৭১ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় ও তৃতীয় প্রতি শিফটে ৮ হাজার ৭০ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান। তবে প্রথম শিফটে ৭ হাজার ৩০২ জন, দ্বিতীয় শিফটে ৭ হাজার ২৯৬ জন এবং তৃতীয় শিফটে ৭ হাজার ২৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়।

জানা গেছে, কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩০৯টি।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img