spot_img

জবি কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে ছাত্রদল, ছাত্রদলের অর্থায়নে বুক শেলফ ও পত্রিকা প্রদান

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে গিয়েছেন জবি শাখা ছাত্রদল। এইসময় শিক্ষার্থীর জন্য লাইব্রেরিতে বুক শেলফ ও পত্রিকা প্রদানের ঘোষণা দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব মো. সামসুল আরেফিন।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা লাইব্রেরি পরিদর্শনে যান। সেখানে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন দাবীর কথা শুনেন তারা।

- বিজ্ঞাপন -

পরিদর্শননের সময় লাইব্রেরিতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানান। তার পরিপ্রেক্ষিতে লাইব্রেরির শিক্ষার্থীদের দাবী অনুযায়ী শাখা ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন তিনটি জাতীয় পত্রিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকশেলফ, ব্যাগ রাখার জন্য তাক বসিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। তাছাড়াও পরবর্তীতে পত্রিকা কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতা।

শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানান। তারা বলেন লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ।

এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবী দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং খোলা রাখার সময় ১০টা পর্যন্ত খোলা রাখার দাবী করেন শিক্ষার্থীরা।

ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়, খুব শীঘ্রই নেতৃবৃন্দ প্রশাসন বরাবর লিখিত আকারে দাবীগুলো তুলে ধরবেন এবং বাস্তবায়নের পদক্ষেপ নিবেন।

এএকে/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img