জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময় শিক্ষার্থীরা,” সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা”, “we want Justice ” সহ বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বর প্রদক্ষিণ করেন। শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি সন্ত্রাসী ছাত্রলীগকে রুখে দিতে, সেখানে যদি নতুন কোনো দলের লোকেরা নতুন ভাবে শিক্ষার্থীদের অধিকারের উপর আঘাত করে তাহলে আমরা তা আর মেনে নিবো।
তারা আরও বলেন, ক্যাম্পাসে আমরা শান্তিপূর্ণ পড়াশোনার পরিবেশ চাই। কেউ যদি সেটি নষ্ট করতে চায় তাহলে তাকে কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী অনিক কুমার দাশের নেতৃত্বে শিক্ষার্থীদের শহীদ মিনারে জুতা নিয়ে উঠাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এতে ১৭ তম ব্যাচের আকাশ নামে এক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এএকে/