জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ই ইউনিটের( চারুকলা অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদের শহীদ হওয়ার তারিখের প্রসঙ্গ উঠে আসে।
প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হয়, আবু সাঈদ কোন তারিখে শহীদ হন? (A) জুলাই ৪, ২০২৪ (B) জুলাই ১৬, ২০২৪ (C) আগস্ট ৪, ২০২৪ (D) আগস্ট ৫, ২০২৪.
এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন করা হয়
প্রসঙ্গত, আবু সাঈদ ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। আবু সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন আরও জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে।
আরএন/