ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া তারা পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব শাখার বিভিন্ন দফতরে গিয়ে হুমকি প্রদান ও দরজা-জানালায় আঘাত করেছেন বলেও অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১১টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান নাস্তা করার সময় অফিসে ঢুকে পড়ে ছাত্রদলের প্রায় দশ-বারোজন নেতাকর্মী। ঢুকেই রেজিস্ট্রারকে উদ্দেশ্যে করে নানা হুমকি দিতে শুরু করেন তারা। এ সময় কয়েকজন বলেন, ‘তুই এখনো পদত্যাগ করিসনি? আগামীকালের মধ্যে রিজাইন দিবি। না করলে আরো কঠোর অ্যাকশন নেওয়া হবে।’ পরে তারা নাস্তার কাপ-পিরিচ ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন রেজিস্ট্রার। সরেজমিনে রেজিস্ট্রারের টেবিলের পাশে ভাঙা কাপ-পিরিচ দেখা যায়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, তারা ছাত্রদলের নেতাকর্মী, কিন্তু তাদের কাউকে আমি চিনি না। তার নিকট সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তিনি বলেন, ‘প্রশাসনের অনুমতি ব্যতীত ফুটেজ দিতে পারবো না।’
প্রকিউরমেন্ট এন্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান বলেন, ‘ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী আমার কক্ষের সামনে এসে চিৎকার- চেঁচামেচি করে। আমাকে তারা বিভিন্ন হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে গেলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।’
এসআই/