জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘Practical Tips and Guidelines on Higher Studies and Publishing in High Impact Journal’ শীর্ষক সেমিনার।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনা করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদুর রহমান।
তিনি গবেষণা ক্ষেত্রে ফোকাস বাড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষকতা ও একাডেমিক কাজের পাশাপাশি গবেষণায় মনোযোগী হওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, “যেকোনো বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত উচ্চ শিক্ষা ও গবেষণা নিয়ে সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের নতুন জ্ঞান আহরনের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া। এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা প্রবন্ধ প্রকাশনার কলাকৌশল শিখতে পারবে, যা তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে।”
তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা বিসিএসের পেছনে দৌড়ে তাদের প্রোডাক্টিবিটি এইজ নষ্ট করার প্রবনতা বর্তমানে অনেকটা কমে আসছে কারন তারা গ্লোবালাইজেশনের এই যুগে দেশে-বিদেশে উচ্চ শিক্ষার মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রবন্ধ তৈরিতে আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল এফেয়ার্স এর পরিচালক অধ্যাপক ড. নাছির আহমাদ স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সেমিনারের মডারেটর রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন সঞ্চালনার দায়িত্বে ছিলেন।
সেমিনারে বক্তারা উল্লেখ করেন, গবেষণার ফলাফল প্রকাশনা শুধু জ্ঞান বিতরণের মাধ্যম নয়, বরং একাডেমিক ক্যারিয়ার গঠনেরও মূল স্তম্ভ। তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণার অ্যাবস্ট্রাক্টের শিরোনামে মূল বিষয় ফুটিয়ে তোলা, সঠিক জার্নাল নির্বাচন করা, প্লেজিয়ারিজম এড়িয়ে চলার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
/ইএইচ