চবি প্রতিনিধি: প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে চর্চাকৃত যে কোন ধর্ম নিয়ে কটুক্তি করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ও দেশের প্রচলিত ধর্ম অবমাননার আইনে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে চর্চাকৃত যে কোন ধর্মের ব্যাপারে কটুক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এমতাবস্থায় ধর্ম অবমাননার সাথে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ও দেশের প্রচলিত ধর্ম অবমাননার আইনে শাস্তির আওতায় আনা হবে।
/ইএইচ