spot_img

কুবির বাংলা ভাষা সাহিত্য পরিষদের নেতৃত্বে শরীফ-আকরাম

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ২০২৪-২৫ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

- বিজ্ঞাপন -

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম মিয়া ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ আবু নাঈম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সুমাইয়া জান্নাত, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তামিম মিয়া, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে আকাশ দাশ, প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে আছেন জসিম উদ্দীন। তাছাড়া, বিভাগের পাঁচ শিক্ষাবর্ষের পাঁচ জন শ্রেণি প্রতিনিধিও এই কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।

নব নির্বাচিত ভিপি শরীফ মিয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাষা সাহিত্য পরিষদের ভিপি হওয়া আমার জন্য এক অপার সম্মানের মুহূর্ত। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁরা আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি চাই, ভাষা সাহিত্য পরিষদ শুধু আনুষ্ঠানিক সংগঠন হয়ে না থেকে বাস্তবিক অর্থে শিক্ষার্থীদের জন্য কাজ করুক।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত সাহিত্য প্রতিযোগিতা, কর্মশালা, আলোচনা ও প্রকাশনার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত করতে চাই। নেতৃত্ব মানে শুধু পদ অলংকৃত করা নয় বরং দায়িত্বশীলভাবে কাজ করা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে।’

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img