spot_img

জাবিতে শেখ পরিবারের ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিল শিক্ষার্থীরা

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল ম্যুরাল ও গ্রাফিতি মুছে দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে যায় তারা। পরে ইনস্টিটিউটটির সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও আল-বেরুনী হলের দেওয়ালের আঁকা গ্রফিত্তি মুছে দেন তারা৷

- বিজ্ঞাপন -

এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু আমরা এ ষড়যন্ত্র মেনে নেবো না। আমদের দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং গণহত্যার দায়ে বিচার করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও মুজিববাদের কোনো স্মৃতি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, যে মুজিবকে কেন্দ্র করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে সে মুজিবের স্মৃতি চিহ্ন আমরা রাখতে চাই না। আমার এই  এর মাধ্যমে এই বার্তাও দিতে চাই যে, আর কেউ যদি  হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠে তাদেরও এই অবস্থা হবে।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে যেসকল চিহ্ন ব্যবহার করে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের সকল অধিকার হরণ করেছে আমরা সবাই তা চিরতরে মুছে দিচ্ছি। এখন দেশ থেকে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে সে। আমরা সরকারের নিকট দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে এনে সর্বসম্মুখে তার বিচার নিশ্চিত করতে হবে।

এসএস/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img