ইবি প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের সমন্বিত গুচ্ছ ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ বাইক সার্ভিসের মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দিয়ে প্রশংসিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
‘জয় বাংলা’ বাইক সেবাসহ তীব্র তাপদাহে ভর্তিচ্ছুদের সুপেয় খাবার পানি প্রদান, মাস্ক বিতরণ, জরুরি ঔষধ ও অভিভাবক কর্ণারের মতো সেবা প্রদান করায় অভিভাবক ও পরিক্ষার্থীদের কাছে ভরসাস্থলে পরিণত হয়েছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
শনিবার ( ২৭ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করে ‘জয় বাংলা’ বাইক সেবার ৬টি বাইক। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাইক চালকদের আইডি কার্ড ও স্টিকার প্রদান করা হয়।
এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তথ্য সহায়তা কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্র, অভিভাবক ছাউনি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, আবাসন, স্যালাইন ও সুপেয় পানির ব্যবস্থা ও বিনামূল্যে কলম বিতরণ করেন ইবি শাখা ছাত্রলীগ।
সেবাগ্রহীতা এক শিক্ষার্থী বলেন, বাইক সার্ভিসটির মাধ্যমে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে পৌঁছাতে পেরেছি। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছাত্রলীগের প্রতি।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই জয় বাংলা বাইক সার্ভিস দিয়ে যাচ্ছি। এতে করে দেরিতে আসা শিক্ষার্থীরা যেমন দ্রুত হলে পৌঁছাতে পারছে পাশাপাশি তাদের এদিক ওদিক ছুটাছুটি করে হল খোঁজার বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। অনেক সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে বিলম্ব হয়ে যায়, তাই দ্রুত কেন্দ্রে পৌঁছানোর জন্য জয় বাংলা বাইক সার্ভিসের একটি টিমের অনুমোদন পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। আমরা মোট ৬টি বাইকের ব্যবস্থা রাখছি ৬টি হলের জন্য। তারা শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিয়েছে।
এসআই/
মন্তব্য করুন