জাবি প্রতিনিধি:আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিজাব র্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের (ফিমেল সেকশন) আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে অংশ নেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান।
র্যালিতে অংশ নিয়ে শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, ‘মুসলিমপ্রধান একটি দেশে মুসলিম নারী হিসেবে হিজাব পরার অধিকার চাওয়া আমাদের জন্য বেদনাদায়ক। ইসলামে যেখানে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে আমাকে কেন হিজাবের জন্য অধিকার চাইতে হবে?হিজাবকেও পোশাকের স্বাধীনতার আওতায় আনতে হবে।’
এসময় উপাচার্য অধ্যাপক বলেন, ‘হিজাব শুধু নারীদের অধিকার নয় বরং এটি সভ্যতার উপাদানও বটে। মানব সভ্যতার বিকাশের সঙ্গে কাপড় পরিধানের এক বিশেষ সম্পর্ক রয়েছে। বলা হয় যখন থেকে আমরা কাপড় পরা শিখেছি, তখন থেকে আমরা সভ্য হয়েছি বলে দাবি করি। তাহলে কেউ যদি কাপড়ের পরিমাণ নির্ধারণ করতে গিয়ে হিজাবটাকে সংযুক্তি করেন, তাহলে এটা কীভাবে সভ্যতার পরিপন্থি হয়?’
আরএন/