ঢাকা কলেজ প্রতিনিধি:সরকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। এমনকি ছাত্রলীগের যে কয়জন গ্রেফতার হয়েছে তাদেরকে ছাত্রজনতা ধরে পুলিশে সোপর্দ করেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ(৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১:২০ মিনিট ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে কলেজ শাখা কর্তৃক আয়োজিত “March for Justice” এর এক কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় নাসির উদ্দিন নাসির বলেন, সন্ত্রাসী সংগঠনকে আটকের জন্য কঠোর অভিযানও করেনি অন্তবর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা দেখছেন খুনি হাসিনা গত সাড়ে ১৬ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিবাদ কায়েম করেছে। খুনি হাসিনা বিদেশে বসে বাংলাদেশের মানুষকে দোষারোপ করছে এবং জুলাই গণঅভ্যুথানের অনুশোচনা টুকু পর্যন্ত ধারণ করেনি। গতকাল আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে সাধারণ জনগণকে দোষারোপ করেছে এবং তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীদের স্মরণ করে দিতে চাই যে খুনি হাসিনা ২০১৯ সালেও ছাত্রলীগের প্রতিটি সন্ত্রাসীদের কে পরিত্যাগ করে বলেছিলেন, “আজ থেকে আমি ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী নই” যখনই খুনি হাসিনা বিপদে পরে তখনই ছাত্রলীগের স্মরণ করে, বিপদ থেকে উদ্ধার হলে সাংগঠনিক পদ ছেড়ে জনগনের উপরে উপষ্ঠ হয়ে যান। ছাত্রলীগকে আর সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।
নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সাড়ে ১৫ বছর ধরে যে ছাত্রলীগ যে অত্যাচার, নির্যাতন করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। আমরা ছাত্রলীগের বিচার দাবি করছি। ৫ আগস্টের পর যে সুস্থধারার রাজনীতি চালু হয়েছে সে রাজনীতি বাস্তবায়ন করতে তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছে।
উক্ত কর্মসূচিতে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান,সাবেক সভাপতি মো:শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মৃধা জুলহাস সহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।
আরএন/