spot_img

জাবিতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ অনুষ্ঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

জাবি প্রতিনিধি:শেখ হাসিনার শাসনামলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের হামলা এবং ফ্যাসিস্টের দোসরদের বিচারের দাবিতে শাখা ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নিকট দুই দফায় স্মারকলিপি জমা দেন তারা।

- বিজ্ঞাপন -

দাবিগুলো হলো: ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিচার করে শাস্তি নিশ্চিত করা এবং আওয়ামী দোসরদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাবি ছাত্রদল সবসময় ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার ছাত্রলীগের বিচার দাবি করলেও আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে অবশ্যই জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে হবে।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img