spot_img

দুই সপ্তাহের মধ্যে জবির সামনে থেকে বাস-লেগুনা স্ট্যান্ড সরানোর নির্দেশনা

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাস ও লেগুনা স্ট্যান্ড সরানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

- বিজ্ঞাপন -

সভায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে বাস ও লেগুনা ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম , ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হোসেনসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) মোঃ শফিকুল ইসলাম, আদালত পাড়ার দায়িত্বে এডিসি মাঈন উদ্দিন চৌধুরী, কোতয়ালী জোনের এসি মোঃ ফজলুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সামনে যানজট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরএন/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img