spot_img

নার্সিংয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদনের শর্তাবলি

এসম্পর্কিত আরো পড়ুন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নার্সিং ভর্তিচ্ছুকদের আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে ১২ মার্চ (বুধবার) রাত ১১.৫৯টা পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১১.৫৯ পর্যন্ত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব হালিমা আক্তার স্বাক্ষরিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে। নোটিশে আরও বলা হয়েছে, অনলাইন প্রবেশ পত্র ডাউনলোড শুরু হবে ১৫ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার, সকাল দুপুর ১২.০০)। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল (শুক্রবার, সকাল ১০-১১ টা পর্যন্ত)।

- বিজ্ঞাপন -

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

আবেদনের শর্তাবলিপ্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীকে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১  অথবা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই ৩ বছরের অধিক হতে পারবে না।

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে।

আর বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০% পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদনের যোগ্য হবেন।

/ইএইচ

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img