জবি প্রতিনিধি: ইন্সটিটিউট অব ইসলামিক সোস্যাল ফাইন্যান্স (আইআইএসএফ) আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।
গত ২৫ ফেব্রুয়ারি সমগ্র বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন মোস্তাফিজুর রহমান।
আইআইএসএফ আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ছাড়াও আরো দুটি ইভেন্ট ছিল। সেগুলো হচ্ছে- কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা।
গত ৩ মার্চ গুলশানের আলোকি কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট, ক্রেস্ট এবং প্রাইস মানি তুলে দেওয়া হয়।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সহ-সভাপতি সাকিফ আরিফ তাবানি ।
সারা দেশের মধ্যে উপস্থিত বক্তৃতায় প্রথম হওয়া মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আমিও একজন প্রতিযোগী ছিলাম। দেশ সেরা ৩০ জনের মাঝে প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ এতে আমি অনেক আনন্দিত।’
এসআই/
মন্তব্য করুন