ইবি প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল সেবা, ব্লাড গ্রুপিং নির্ণয় ও ঔষধ বিতরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোটার্যাক্ট ক্লাব। বুধবার (১ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিয়া মোড় ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসব কর্মসূচি পালন করছে সংগঠনটি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা নির্মাণ শ্রমিক, ভ্যানচালক, ফুটপাতের দোকানদারদের মাঝে এসব সেবা প্রদান করে সংগঠনটি। এ ছাড়াও তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি দিতে তাদের মাঝে স্যালাইন বিতরণ করা হয়।
এ সময় মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা অনেক দিন থেকে চিন্তা করছিলাম আমরা শ্রমিক ভাইদের জন্য কিছু করার। আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে তারা অনেকেই রক্তের গ্রুপ জানে না, যখন তাদের নিকট আত্মীয়ের রক্তের প্রয়োজন হয় সে সময় তারা সেটি দিতে পারে না। সেই চিন্তা থেকে আমরা শ্রমিকদের মঙ্গল কামনায় ও সেবা প্রদানের লক্ষ্যে মূলত এই কার্যক্রম। এতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং তাদের মাঝে যে আনন্দের ঝিলিক দেখেছি তাতে মনে হচ্ছে আমরা সফল হয়েছি।
মোশাররফ করিম নামের এক নির্মাণ শ্রমিক জানান, আমি আগে আমার রক্তের গ্রুপ জানতাম না। এই প্রথম পরীক্ষা করে রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারলাম। অনেক সময় পরিবারের বা আশেপাশের রক্ত লাগলে নিজের রক্ত গ্রুপ বলতে পারতাম না। এতে করে আমার উপকার হয়েছে। ফ্রিতে রক্তের গ্রুপ জানতে পেরে আমার ভালো লাগছে।
এসআই/
মন্তব্য করুন