শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন শিকড়ের দুই দিনব্যাপী পুনর্মিলনী শুরু আগামীকাল।
বুধবার (১ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে শিকড়ের সভাপতি মোহাম্মদ আলী। তিনি জানান ২য় বারের মতো শিকড় আয়োজন করছে পুনর্মিলনী অনুষ্ঠান। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল।
মোহাম্মদ আলী বলেন, ‘এসো মিলি প্রাণের বন্ধনে দেখা হবে শিকড়ের টানে ‘পুনর্মিলনে শিকড়-২০২৪’ স্লোগানে দুই দিনব্যাপি অনুষ্ঠানে থাকবে নানা পরিবেশনা। অনুষ্ঠানের প্রথম দিন প্রথমদিন ২ মে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বাউল শাহ আব্দুল করিমের স্মরণে শিকড় পরিবেশন করবেন নিজস্ব পরিবেশনা ‘ভব সাগরের নাইয়া’।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৩ মে একই স্থানে মঞ্চ মাতাবে বাংলা গানের জনপ্রিয় রক ব্যান্ড ‘আভাস’। এছাড়া একইদিন থাকবে ‘নগরনাট’ ও ‘বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের’ পরিবেশনা।
মোহাম্মদ আলী আরো বলেন, পুনর্মিলনীতে শিকড়ের এলামনাই ও বর্তমান সদস্যদের পাশাপাশি টিকেট সংগ্রহ করে সকলেই উপভোগ করতে পারবেন এই পরিবেশনাগুলো। অনুষ্ঠানের টিকেট পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শিকড়ের টেন্টে। পাশাপাশি অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে টিকেট। প্রোগ্রামের আগে বেন্যুতেও টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে ১৯৯৫ সাল থেকে শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা করে আসছে সংগঠনটি।
এসআই/
মন্তব্য করুন