এডুকেশন টাইমস
১ মে ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি

জাবি প্রতিনিধি: সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ‘টাইমস হায়ার এডুকেশন-২০২৪’ এ প্রকাশিত র‍্যাংকিংয়ে এশিয়া মহাদেশে যৌথভাবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ তথ্য যুক্তরাজ্যভিত্তিক র‍্যাংকিং প্রণয়ন সংস্থার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) এলসিভিয়ার জার্নালের সাথে যৌথ প্রযোজনায় ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে-২০২৪’ তালিকা প্রকাশিত হয়।

এতে দেখা যায়, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর করা র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০তম স্থানে অবস্থান করে দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এবার এশিয়ার ১১২৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে এ র‍্যাংকিংয প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। এছাড়া ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০তম স্থানে অবস্থান করছে। এ ওয়ার্ল্ড র‍্যাংকিং বিশ্বের ১০৮টি দেশের ১৯০৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশ করা হয়।

এ বছর ১৮টি বিষয়কে পারফরম্যান্স সূচক বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে এবারের তালিকায়।

এবার র‍্যাংকিংয়ে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। গতবার সংখ্যাটি ছিল ১৮টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েট ছাড়া র‍্যাংকিংয়ে ৩৫১-৪০০তম গ্রুপে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ৪০১-৫০০তম গ্রুপে রয়েছে যথাক্রমে ব্র্যাক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৫০১-৬০০তম গ্রুপে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালিকায় থাকা আরও ১২টি বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও তাদের র‌্যাংকিং প্রকাশ করা হয়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় যে শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাচ্ছে এর প্রমাণ ২০২৪ সালে প্রকাশিত হলো এ র‍্যাংকিং। বিশ্ববিদ্যালয়ের অংশীজনকে আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমাদের অগ্রযাত্রার এ ধারাকে ধরে রাখতে আরো বেশি মনোযোগী হব।

উল্লেখ্য , র‍্যাংকিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের পাঁচটি, হংকংয়ের দুটি, সিঙ্গাপুরের দুটি ও জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭৯ জেলে-নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চবি শিক্ষার্থী ফরহাদের মরদেহ উত্তোলনে পরিবারের বাধা  

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

শেখ হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন: হাসনাত আবদুল্লাহ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিভো

৬ষ্ঠ বারের মতো আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ

রাবিতে স্থাপন করা হলো দেশের প্রথম ‘পোষ্য কোটার সমাধি’

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

সিকৃবিতে প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা ২২৪ টি

জবি ছাত্রদলের ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

১০

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে নোবিপ্রবিতে স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধা

১১

ঢাবির মুজিব হলের ক্যান্সারে আক্রান্ত ‘মনির ভাই’ এর পাশে শিবির

১২

পোষ্য কোটার কবর দিলেন রাবি শিক্ষার্থীরা

১৩

ভন্ড সাংবাদিকদের মুখোশ উন্মোচনের দাবি সারজিসের

১৪

কবি নজরুল সরকারি কলেজে ছাত্রশিবিরের প্রকাশ্য যাত্রা: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

১৫

ইডেন কলেজের শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ঢাকা কলেজের শিক্ষকের বিরুদ্ধে

১৬

জুলাইয়ের চেতনায় সেজেছে ইবির নবীন বরণ উৎসব

১৭

কবি নজরুল কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

১৮

মাভাবিপ্রবি গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

১৯

শাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভা

২০