পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন সাইন্স ক্লাবের উদ্যোগে প্রায় আটশতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, সহকারী প্রক্টর মো: আরিফুল ইসলাম , ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো: রবিউল ইসলাম ও বঙ্গবন্ধু হলের সহকারী হল প্রভোস্ট মো: মাহাবুর রহমান, মো: ফারুক গাজী সহ সংগঠনটির আহ্বায়ক মো: শাফিউল ইসলাম শামীম , সদস্য সচিব মো: সজীব প্রামাণিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেয়ে শিক্ষার্থীদের পর্দার বিষয়টি বিবেচনা করে আলাদা বসার ব্যাবস্থা করা হয়েছিলো।
এএকে/