রাজশাহী কলেজ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার উদ্যোগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২মার্চ) বিকেলে কলেজের কলা ভবনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন।
রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেন মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির রাজশাহী কলেজ শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান জুয়েল।
মতবিনিময় সভায় বক্তারা রাজশাহী কলেজের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও কলেজের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এক প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান মাসুম বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রদত্ত জীবনবিধান অনুসরণ করাই ইসলামী ছাত্রশিবিরের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ ছাত্র সংগঠন, যা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নতির মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে। আমাদের মূল লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা, যারা আল্লাহ ভীরু, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠবে। আমরা শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে চাই, যাতে তারা ন্যায়, সত্য ও নৈতিকতার পথে থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সমাজসেবা এবং মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছি বলে দাবি করেন কলেজ শিবিরের সভাপতি।
মতবিনিময় শেষে অতিথি, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
এসআই/