spot_img

সাংবাদিকদের নিয়ে স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ পরিদর্শনে মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য

এসম্পর্কিত আরো পড়ুন

বিএমইউ প্রতিনিধি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। আজ বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় মিনিটে চট্টগ্রামের হামিদ চরে অবস্থিত এই নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার, সাংবাদিক সমিতির প্রতিনিধিদল এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে বৈঠক শেষে নির্মাণাধীন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে সকল নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

- বিজ্ঞাপন -

উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ‘আন্তর্জাতিক মানসম্পন্ন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করছি, আগামী বছরের জুন মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে এবং দ্রুততার সাথে এই ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে।’

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রতিনিধি দলের সদস্য মো: রাহাদ আলী সরকার জানান, ‘দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের কাজ ধীরগতিতে চললেও গত ৬ মাসে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সেই লক্ষ্যেই আমরা সশরীরে উপস্থিত হয়ে ক্যাম্পাস পরিদর্শন করেছি। প্রত্যেকটি স্থাপনার কাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। কথা বলে জেনেছি সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ চলছে। পূর্ণাঙ্গরূপে এই ক্যাম্পাস নির্মাণ হলে কর্ণফুলী নদীর তীরে মনোরম পরিবেশের এই বিশ্ববিদ্যালয় সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।’

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বর্তমানে ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে। নির্মাণকাজ শেষ হলে এটি হবে দেশের প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন মেরিটাইম শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা সমুদ্রভিত্তিক অর্থনীতি তথা ব্লু-ইকোনমি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img