ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ বলেছেন যে পবিত্র রমজান একজন ভারসাম্যপূর্ণ ও মধ্যপন্থী মানুষ হতে শেখায়।
শিক্ষার্থী এবং সকল ধরণের মানুষ প্রকৃত মানুষ হয়ে জাতির সেবা করার জন্য রমজানের এই আদর্শকে তাদের জীবনে ধারণ করতে পারে।
বুধবার (১২ মার্চ) ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আই ইউএএ) আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ইফতার পার্টিতে’ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
ইফতার-পূর্ব আলোচনা সভায় অধ্যাপক আবুল কালাম পাটোয়ারী, অধ্যাপক নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল করিম, ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, ব্যাংকার জিল্লুর রহমান, সিন্ডিকেট সদস্য আব্দুল মান্নান, শিল্পপতি মনিরুজ্জামান, বিশিষ্ট বক্তা আব্দুল হাইসহ আরও অনেক পেশাজীবী বক্তব্য রাখেন।
এলামনাইয়ের সভাপতি নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাই।
আরএন/