জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবিবাহিত শিক্ষকদের অস্থায়ী আবাসস্থল ডরমিটরী ভবনের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মিজানুর রহমানকে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ডরমিটরী ভবনের প্রশাসক হিসেবে নিযুক্ত দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়াদ্দার-এর মেয়াদ শেষ হওয়ায় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব কাজী মিজানুর রহমান-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য শিক্ষকবৃন্দের ডরমিটরী ভবনের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, এ আদেশ ৩০/০৪/২০২৪ খ্রি. অপরাহ্ণ হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন সময় এ আদেশ বাতিল করতে পারবেন।
এএকে/
মন্তব্য করুন