ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা ছাত্র সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসানকে মনোনীত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফেরদৌস হোসেন।
শনিবার (৯ মার্চ) সংগঠনটির উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ ও একই বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী ও অধ্যাপক ড. শাহাবুল আলম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, সাবেক সভাপতি জিহাদ হাসান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি তানভীর রহমান বলেন, ‘আমি ধন্যবাদ জানাই সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের প্রতি। তাঁরা আমার উপর আস্থা রেখেছেন। আমি তাদের এই আস্থার প্রতিদান দিতে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকল সদস্যদের সাথে নিয়ে, হাতে হাত রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।’
এসআই/
মন্তব্য করুন