শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেছেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সঠিক সময়ে পালন করলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। দায়িত্ব পালনে অবহেলা করলে অভিযোগ আসবেই। ইতোমধ্যে প্রত্যেক সেবা পয়েন্টে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। কারো সম্পর্কে অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সোমবার ( ৬ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান। সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মিফতাহুল হক ও উপ-রেজিস্ট্রার শাহিনা সুলতানা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আমিনা পারভীন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। (তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখেন)। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক মৌলি আজাদ।
এসআই/
মন্তব্য করুন