ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ইনোভেশন শোকেসিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের আয়োজনে বিভিন্ন রকমের আবিষ্কারের ধারণা প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ মে) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২৪৪ নং সেমিনার কক্ষে প্রদর্শনী আয়োজন করে।
এ সময় দেশীয় অপ্রচলিত ও অবহেলিত ফল থেকে পুষ্টিগুন সম্পন্ন সাশ্রয়ী খাবার তৈরি, বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, বায়োডিগ্রেডেবল ও পুনর্ব্যাবহৃত উপাদানে তৈরি শিশুদের খেলনা, শিল্পবর্জ্য চালিত তরিৎ কোষে ব্যাকটেরিয়া ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্রোচে পানির পুনর্ব্যবহারসহ ভিন্ন প্রজোক্টের মাধ্যমে আইডিয়া প্রদর্শন করা হয়। পরে আইসিটি সেলের সেমিনার কক্ষে আলোচনা সভা ও ফলাফল ঘোষণা করা হয়। প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ প্রদর্শনীতে চারটি বিভাগ থেকে মোট ১২টি টিম তাদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে অংশগ্রহণ করে। এতে এমডিআর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিয়োফেজের কার্যক্ষমতা প্রজেক্টে ১ম হন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান সুমন। ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ প্রজেক্টে ২য় হন ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সাঈদ ও সাগর আহমেদ এবং দেশীয় অপ্রচলিত ফল থেকে পুষ্টিগুণসম্পন্ন সুস্বাদু এবং সাশ্রয়ী খাবার তৈরি প্রসঙ্গে ৩য় হন ২০২১-২২ শিক্ষাবর্ষের রুবাইয়া তাসনিম।
অনুষ্ঠানে ই-গভর্ন্যান্স ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনোভেশন শোকেসিং কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দক্ষতাসম্পন্ন ও মেধাবী। তারা বিভিন্ন দেশে গিয়ে তাদের দক্ষতার স্বাক্ষর রাখছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা এই রকম কাজ করতে পারছি না। আমরা শিক্ষার্থীদেরকে এই সকল জায়গায় নিয়ে আসতে পারছি না। এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কিছুটা কাজ শুরু হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের সুযোগ করে দিলে তারা আরও ভালো কাজ করতে পারবে।
এসআই/