মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গণিত বিভাগের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. পিনাকী দে। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. আজিজুল হক ও বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মুছা মিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মোট দু’জন করে মোট চারজন শিক্ষার্থীকে তিনটি আলাদা বৃত্তি প্রধান করা হয়। এরমধ্যে ‘এড. তারাপদ দে-মমতা দে’ বৃত্তি পেয়েছেন এমএস (থিসিস) পর্যায়ে নীলিমা নাসরিন ও এমএস (নন থিসিস) পর্যায়ে মো. সুজন খান।
প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার প্রদত্ত ‘মিরাজ আলী-আব্দুস সাত্তার’ বৃত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে মো. সাইদুল ইসলাম এবং ‘হুরজান নেসা-লাইলুন নাহার’ বৃত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে মোছা. রুকসানা আক্তারকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে গণিত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষকতা শেষে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। এরপর ২০১৫-২০২০ সাল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে চুক্তিভিত্তিক শিক্ষকতা করেন।
এসআই/
মন্তব্য করুন