spot_img

এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে বেরোবি ছাত্রলীগ

এসম্পর্কিত আরো পড়ুন

আকবর আলী রাতুল, বেরোবি প্রতিনিধি: আগামী এক সপ্তাহের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

এমন তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও বেরোবি শাখার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম সবুজ।

- বিজ্ঞাপন -

তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই কমিটি দীর্ঘদিনের প্রতাশা পূরন করবে বলেও তিনি উল্লেখ করেন।

১ বছর ৭ মাস আগে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে। দীর্ঘদিনে কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০(খ) ধারায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা সাংগঠনিক জেলার মর্যাদা পায়।

এ ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর। সেই হিসেবে গত ৩১ জুলাই ২০২৩ সালে শেষ হয়েছে পোমেল-শামীমের নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ।

মেয়াদ শেষ হওয়ার ৭ মাস পার হলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি এ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম সবুজ বলেন, বেরোবি ছাত্রলীগের ১৫১ বিশিষ্ট কমিটি জমা হয়েছে সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষর হয়ে এই সপ্তাহে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে।

মেয়াদ শেষ হওয়ার পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নানা ব্যস্ততায় কমিটি দেওয়া হয়নি, তবে এই কমিটিতে নবীনদের সমন্বয়ে একটি ভালো কমিটি প্রকাশ পাবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ বেরোবি শাখার ১২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। এরপর প্রায় ১০ বছর পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img