শাবিপ্রবি প্রতিনিধি: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মুসলিম সাহিত্য সমাজে’র শতবর্ষ উদযাপন উপলক্ষে বক্তৃতামালা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অবিদ্যা’র আয়োজনে ধারাবাহিক এই বক্তৃতামালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বক্তৃতামালায় ‘বুদ্ধির মুক্তি আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা’ বিষয়ে বক্তব্য দেন বুদ্ধিজীবী ও লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এ সময় তিনি বলেন, এই আন্দোলনের পুরোভাগে ছিলেন কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আবদুল কাদির প্রমুখ। তাঁরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা প্রাক্তন ছাত্র। তাঁরা উপলব্ধি করেছিলেন, ধর্মান্ধতা মুসলমানদের উন্নয়নের অন্তরায়। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখার মটো ছিল, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ তাঁরা বিশ্বাসের বন্ধন থেকে মানুষের মনকে মুক্ত করতে চেয়েছিলেন। মুসলিম লীগের রাজনীতি যখন প্রবল হয়ে উঠল, তখন বুদ্ধির মুক্তি আন্দোলনও স্তিমিত হয়ে পড়ল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জফির উদ্দিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এসআই/
মন্তব্য করুন