spot_img

রাবিতে ভর্তিচ্ছুদের পাশে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন

এসম্পর্কিত আরো পড়ুন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকেই সংগঠনটির সভাপতি মেহেদী সজীব ও সাধারণ সম্পাদক এফ. আর. এম. ফাহিম রেজা-এর নেতৃত্বে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতে দেখা যায়।

- বিজ্ঞাপন -

আজ তিন দিনের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন (৬মার্চ)। চলছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের সহায়তা করতে কয়েকটি ভাগে ভাগ করে ভ্রাম্যমাণ সেবা কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে পরীক্ষার দ্বিতীয় দিনেও সুপেয় পানি, কেন্দ্রে পোঁছে দেওয়া, তথ্য দেওয়াসহ নানা প্রকার তথ্য প্রদানেও কাজ করেছেন সংগঠনটির নেতা কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি বলেন, ‘ প্রতিবছরের ন্যায় এবারও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্র থেকে শুরু করে সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে থাকছি। কোনো শিক্ষার্থী ভবন না চিনলে আমার কর্মীরা তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আসছে। আমাদের কার্যক্রম ভর্তি পরীক্ষার তিনদিনই চালু থাকবে। শিক্ষার্থীদের জন্য ফ্রিতে পানির বোতলও বিতরণ করছি।’

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img