ইবি প্রতিনিধি: প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রমজানের মাহাত্ম্য শীর্ষক বারোয়ারী বিতর্কের আয়োজন করেছে ধর্মতত্ত্ব অনুষদ।
রবিবার (১০মার্চ) বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এ বিতর্কের আয়োজন করা হয়।
বিতর্ক অনুষ্ঠানে সাজ্জাতুল্লাহ শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী ও বিশেষ অতিথি ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী। স্পিকার হিসেবে বিতর্ক পরিচালনা করেন আসলাম বিন আহমদ।
এ সময় স্বাস্থ্য রক্ষায় রমাদান বিষয়ে গাজী আনাস, নিয়মতান্ত্রিক জীবন গঠনে রমাদান বিষয়ে আবু জার, সামাজিক অবক্ষয় রোধে রমাদান বিষয়ে মাহাদী হাসান, আদর্শ দেশ ও জাতি গঠনে রমাদানের শিক্ষা বিষয়ে শরীফুউদ্দিন এবং রমাদান কেন শ্রেষ্ঠ মাস? বিষয়ে বিতর্ক উপস্থাপন করেন ওসমান বিন হাসনাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘প্রথমবারের মতো একজন মুসলমানের দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ প্রশংসনীয়। বটতলায় এমন আয়োজন আমরা বিশ্বাস করি হাশরের ময়দানে বিশ্ববিদ্যালয়ের এই গাছ, এ স্থান সাক্ষী দিবে।’
এ সময় তিনি আল্লাহর এই মেসেজ সবাইকে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন।
মন্তব্য করুন