শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘গ্রামীণফোন একাডেমি মাস্টার ক্লাস’ প্রোগ্রাম।
রবিবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, গ্রামীণফোন সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী কোম্পানিগুলোর মধ্যে একটি। আর্থ-সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়নসহ বহুমুখী কর্মসূচি গ্রহণ করে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ায় বিশেষ ভূমিকা পালন করছে। গ্রামীণফোন একাডেমি কর্তৃক আয়োজিত কোর্স সমূহ শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে প্রশংসনীয় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্রামীনফোনের সিইও ইয়াসির আজমান বলেন, সাস্ট একটি সেশনজটমুক্ত, গ্রীন ক্যাম্পাস। বর্তমানে গ্রামীণফোনের সাবস্ক্রাইবার সংখ্যা ৮৩ মিলিয়ন। বাংলাদেশ ক্রিকেটের পিছনে জিপির ভূমিকা অনস্বীকার্য। গত ৮ বছরে ৩০লাখ শিশু, শিক্ষক, অবিভাবক কে বিভিন্ন অনলাইন ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছে। ডিজিটাল এডুকেশন ডেভেলপমেন্টে নারী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়।
তিনি আরো বলেন, ‘টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট এন্ড সাসটেইনেবল লিডারশীপ’র সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এছাড়াও বতর্মানে বহুল আলোচ্য বিষয় এআই এবং বিভিন্ন সেক্টরে এর ব্যবহার, সুবিধা-অসুবিধা সম্পর্কে আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য ড. মো. কবির হোসেন, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম। ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির হোসেন ও ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: আশরাফুল ফেরদৌস চৌধুরী প্রমুখ।
এসআই/
মন্তব্য করুন