spot_img

জবি শিক্ষার্থী নিলুফা ইয়াসমিনের স্বর্ণপদক জয়

এসম্পর্কিত আরো পড়ুন

জবি প্রতিনিধি: বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে সুজুকি ১১তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে একটি স্বর্ণ পদক এবং মিশ্র দলগত ইভেন্টে একটি রৌপ্য পদক অর্জন করেছেন।

গতকাল বুধবার (৫ জুন) জবি উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বর্ণপদক জয়ী নিলুফা ইয়াসমিন। নিলুফা ইয়াসমিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২০২১ সেশনের ১৬তম আবর্তনের শিক্ষার্থী।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা দরকার। কারণ খেলাধুলা শরীর মন দুটোই ভালো রাখে। খেলাধুলা করলে তাদের মনোযোগ অন্য দিকে যায় না। যারা খেলাধুলা করে, তারা জীবনে অন্যদের থেকে এগিয়ে।

এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে নিলুফা ইয়াসমিন বলেন, পড়াশোনার ব্যস্ততার মাঝে শুটিংয়ে সময় দিতে পারা খুব কষ্টকর হয়ে পড়ে। এ পদক জেতার পেছনে আমার পরিশ্রম এবং বিগত ১০ বছরের শুটিং ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজ করেছে।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং সহকারী হাউস টিউটর মোশরাত জাহান টগর উপস্থিত ছিলেন।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img