এডুকেশন টাইমস
৬ জুন ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবিতে হলের কমনরুম থেকে ৯ সিলিং ফ্যান গায়েব

ছবি: এডুকেশন টাইমস

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ রফিক-জব্বার হলের কমনরুম থেকে ৯টি সিলিং ফ্যান গায়েব হয়েছে। প্রায় এক মাস ধরে গায়েব এই সিলিং ফ্যানগুলো কোথায় আছে? কে নিয়েছে জানে না হল প্রশাসনের কেউ।

খোঁজ নিয়ে জানা যায়, শহীদ রফিক-জব্বার হলের কমনরুমে মোট সিলিং ফ্যান ছিল ১১টি, এখন অবশিষ্ট আছে মাত্র দুটি ফ্যান। ফ্যানগুলো হলের মধ্যেই শিক্ষার্থীদের রুমগুলোতে আছে বলে জানা যায়।

হলের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, “`আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখেছি কে বা কারা ফ্যান নিয়েছে। এর মধ্যে দুই ছেলেকে দেখা গেছে একটি ফ্যান নিয়ে যেতে বাকি কিছু দেখা যায়নি।’

যে ছেলেকে দেখা গেছে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও তেমন কিছু করা হয়নি। প্রাধ্যক্ষ স্যারের সাথে কথা বলে দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া যায়।’

এদিকে প্রায় এক মাসের উপরে কমনরুমে ফ্যান না থাকায় গরমে পত্রিকা পড়া কিংবা অন্যান্য কাজ করতে অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের।

এই হলের আবাসিক শিক্ষার্থী আদনান করীম বলেন, ‘কমনরুমে বেশ কিছুদিন যাবত ফ্যান নেই। পত্রিকা কিংবা টেলিভিশন দেখতে গেলে এই গরমে বিপাকে পড়তে হয়। প্রাধ্যক্ষ স্যারও এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারা ফ্যানগুলো নিয়ে গেছে কিংবা কমনরুমে নতুন ফ্যান দরকার এটার প্রয়োজন তো তারা বোধ করবেন না, তারা তো এসিতে থাকেন সববময়। শিক্ষার্থীদের সমস্যা দেখা তো আর প্রাধ্যক্ষ কিংবা হাউজ টিউটরদের কাজ না। আমরাও সমস্যায় থাকি আর তারাও আরামে থাকুক, কী আর করার।’

এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহেদ রানার কাছে জানতে চাইলে ফ্যান নাই হওয়ার ঘটনা স্বীকার করেন তিনি। শাহেদ রানা বলেন, ‘ফ্যানগুলো যাদের কারণে নাই হয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। শীগ্রই তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে শাওন-মেজবাহ

‘প্রত্যেকটি শহীদ ও তাদের পরিবারের নিকট আমরা দায়বদ্ধ’: আব্দুল হান্নান মাসুদ

ঢাকা কলেজ, ইডেন, তিতুমীরসহ ২১ কলেজে নতুন অধ্যক্ষ

জাবিতে হামলার ঘটনায় শহীদ সালাম-বরকত হল ছাত্রলীগের যে ভূমিকা ছিল

সীমান্তে বিজিবিসহ-সেনাবাহিনী মোতায়েনের দাবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 

জাবিতে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

এইচএসসি পাসেই বিজিবিতে নিয়োগ

তোপের মুখে পদত্যাগ করলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ

২৫ জেলায় নতুন ডিসি

জবি শিক্ষার্থী সাজিদকে গুলি করে হত্যা, ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের

১০

গবিতে জিবিসিডিসি’র বৃক্ষরোপণ কর্মসূচি

১১

সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

১২

পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে রুম দখল একেবারে বন্ধ হয়ে যাবে: রাবি উপাচার্য

১৩

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি

১৪

কুবিতে আয়োজিত হয়েছে ‘কাওয়ালি সন্ধ্যা’

১৫

সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার দখল করে ফেলেছে চীন?

১৬

দুর্নীতির অভিযোগে রাবি শিক্ষক সুজনকে অপসারণের দাবি শিক্ষার্থীদের

১৭

এক কমেন্টে শিক্ষা জীবন শেষ নোবিপ্রবি শিক্ষার্থীর

১৮

গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের মতবিনিময় সভা

১৯

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না: চবিতে হাসনাত আবদুল্লাহ

২০