যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত একটি অফিস আদেশপ এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আলম হোসেনের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) হিসেবে অতিরিক্ত দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় ড. অভিনু কিবরিয়া ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ‘পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা)’ এর দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, করোনাভাইরাস নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন অনুজীববিজ্ঞানী ড. অভিনু কিবরিয়া ইসলাম।
এসআই/
মন্তব্য করুন