spot_img

কুবিতে দুর্নীতি বিরোধী র‍্যালি

এসম্পর্কিত আরো পড়ুন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সরকারি কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় জাতীয় শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে একটি দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টায় র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিচে এসে শেষ হয়।

এই র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীসহ রোভার-স্কাউট সদস্যরা।

- বিজ্ঞাপন -

ছাত্র পরামর্শক ও নির্দেশনা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, ‘আজকের র‍্যালির বিষয়বস্তু ছিল প্রিয় স্বদেশ বাংলায় দূর্নীতির কোন ঠাঁই নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সর্বাত্মক চেষ্টা করছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার বড় প্রতিবন্ধকতা হলো দুর্নীতি। এই দুর্নীতি আমাদের রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময় সাথে আছে। এই সোনার বাংলায় দুর্নীতির কোন ঠাঁই নাই। আমরা সেনার বাংলাকে দুর্নীতি মুক্ত করবোই।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান বলেন, ‘আমরা লেখাপড়া শুরু করে যেকোনো ধরনের দায়িত্ব পালনে কোথাও নীতি বিরোধী কাজ করব না। অর্থনৈতিক এবং রাজনৈতিকসহ সকল কর্মকাণ্ডে আমরা যেন দুর্নীতি পরিহার করতে পারি। আমরাও আমাদের কর্মক্ষেত্রে এধরনের কাজ থেকে বিরত থাকতে পারি।’

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img