spot_img

শাবিপ্রবিতে বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ইন্সটিটিউটের ৩০তম সভা ছিল। 

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বোর্ড অব গভর্নরসের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ব্যাপকভাবে ডিজিটালাইজেশনকে আলিঙ্গন করার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধুমাত্র প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা নয়; বরং একটি ডিজিটালাইজড ও স্মার্ট শিক্ষার পরিবেশ সৃষ্টি করা। এসবের জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব ।

আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম বলেন, বোর্ড অব গভর্নসের সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য আইআইসিটির বাজেট ২৩ শতাংশ বৃদ্ধি করে পাশ করা হয় । যার মধ্যে রয়েছে দুটি কম্পিউটার ল্যাবের উন্নয়ন করা।

সভায় আরো উপস্থিত ছিলেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. আবু সাঈদ আরফিন খাঁন, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন।

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img