spot_img

খুবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে অজয়-মেহেদী

এসম্পর্কিত আরো পড়ুন

খুবি প্রতিনিধি:

রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির ২০২৪-২৫ রোটারি বর্ষের সভাপতি পদে অজয় মজুমদার ও সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। কমিটিতে সহসভাপতি হয়েছেন মো: ইশতিয়াক আহমেদ সাজিত, জারিন রেশনী প্রভা, মাহাবুব আলম যুবায়ের ও তৌফিকুর রহমান তামিম।

- বিজ্ঞাপন -

শুক্রবার (২৮ জুন) ২০২৪-২৫ রোটারি বর্ষের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈকত প্রিয়ো, তাহেরা তুজ জোহরা ও আব্দুল্লাহ আল নোমান ।কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো: ইমজামাম-উল-হক, সহ-কোষাধ্যক্ষ তামিম হাসান, এডিটর পারভেজ মোশারফ।

এছাড়া কমিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মাহবুবুর রহমান আকাশ।ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর নাফিয়া ওয়াহিদ নির্ঝর,সহকারী ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মৌমিতা আনিস হিজল। প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মো. সাফায়েত ইসলাম শুভ,সহকারী প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর মোঃ ইব্রাহিম খলীল। ক্লাব সার্ভিস ডিরেক্টর কামরুল ইসলাম।ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর মো: রেজওয়ানুল হক রাদ।সহকারী কমিউনিটি সার্ভিস ডিরেক্টর কাইসার হামিদ।সহকারী ক্লাব সার্ভিস ডিরেক্টর রানা মিয়া।

কমিটিতে রোটার‍্যাক্ট সার্ভিস প্রোজেক্ট চেয়ার কিফায়াত আরা রিফা,সার্ভিস প্রোজেক্ট কো-চেয়ার জি. এম. রাকিব। রোটার‍্যাক্ট পাবলিক ইমেজ চেয়ার মাহফুজুর রহমান, মেম্বারশিপ চেয়ার মো: আমানউল্লাহ ও রোটার‍্যাক্ট ফাউন্ডেশন চেয়ার রাফিউল ইসলাম সাজিদ।মেন্টাল হেলথ চেয়ার ম.ই.ম ফাহাদ, মেন্টাল হেলথ কো-চেয়ার নিশাত তাহিয়া।সার্জেন্ট এ্যাট আর্মস রাইতা সারওয়ার, সহকারী সার্জেন্ট এ্যাট আর্মস জাহিদুর রহমান রাজিব।ব্লাড সার্ভিস ডিরেক্টর ফারজানা আফরোজ শান্তা। সহকারী ব্লাড সার্ভিস ডিরেক্টর মুশফিকা কবির। কার্যনির্বাহী ব্লাড সার্ভিস সদস্য প্রেমো সুলতানা এবং রাবেয়া বশরী আঁখি।

 

ইএইচ/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img