ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট’র ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকালে পরিষদের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেলীনা নাসরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে ইইই বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ- আল- মাসুদ, যুগ্ম-সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক এম এম. নাসিমুজজামান এবং দপ্তর সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ হাফিজুল ইসলাম মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান উল-আম্বিয়া, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রুহুল আমীন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিঃ বিভাগের অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম, ব্যবস্থপনা বিভাগের কে এম শরফুদ্দিন, সিএসই বিভাগের জয়শ্রী সেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোঃ ফিরোজ আল মামুন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ রবিউল ইসলাম, মার্কেটিং বিভাগের মোঃ সাদিকুল আজাদ, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের মোঃ ইনজামুল হক, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সাহিদা আখতার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এ এইচ এম নাহিদ ও সমাজকল্যাণ বিভাগের শ্যাম সুন্দর সরকার।
এসআই/
মন্তব্য করুন