spot_img

পূর্ব ঘটনার জেরে শাবির দুই শিক্ষার্থীর উপর স্থানীয়দের হামলা

এসম্পর্কিত আরো পড়ুন

শাবিপ্রবি প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে ক্যাম্পাসের নিকটস্থ নয়াবাজার এলাকায় স্থানীয়দের দ্বারা পাথর ও ক্ষুরের আঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুইজন শিক্ষার্থী। আহত শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শাদমান শাহরিয়ার ও ইংরেজি বিভাগের তাইমুর সালেহীন তাউস। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। আহত দুজনকেই প্রাথামিক চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

রবিবার (৩০ জুন) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

- বিজ্ঞাপন -

তিনি বলেন, বঙ্গবন্ধু হলের আবাসিক দুইজন শিক্ষার্থী নিকটস্থ নয়াবাজারে গেলে তাদের উপর হামলা করে স্থানীয় কয়েকজন লোক। তবে কী কারণে হামলা করেছে এখনো সঠিকভাবে বলতে পারছি না।

পূর্বে কোনো ঘটনার জেরে এ হামলা হতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল। ঐ ঘটনায় আজকের আহত দুইজন শিক্ষার্থীও ছিল। সে ঘটনার জেরে হতে পারে। এ বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৩ মে আনুমানিক রাত দেড়টার দিকে স্থানীয় দুইজন লোকের সাথে শাহ পরান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মাঝখানে ঝামেলা হয়। সে সময় স্থানীয় ঐ দুই ব্যক্তির সাথে শাদমান শাহরিয়ার ও তাউস সহ বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বঙ্গবন্ধু হল প্রভোস্ট বডির সদস্যদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

আহত শাদমান শাহরিয়ার বলেন, ‘হাসপাতালের বেডে শুয়ে আছি। কথা বলতে পারছি না। বেঁচে থাকলে কথা হবে।’

এ বিষয়ে শাবিপ্রবিতে দায়িত্বপ্রাপ্ত জালালাবাদ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শারফিন মিয়া গনমাধ্যমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। নয়াবাজার এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি।

এসআই/

spot_img
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ প্রকাশিত

spot_img